সোনালী পেপারের এনটিটি রেটিং ‍‍‘এ-টু‍‍’

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১০:৩৭ এএম
সোনালী পেপারের এনটিটি রেটিং ‍‍‘এ-টু‍‍’

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির এনটিটি রেটিং ‘এ-টু’। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত ও ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত ব্যাংকের কাছে কোম্পানিটির দায় এবং রেটিংয়ের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরআইএসএল)। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনালী পেপারের আয় হয়েছে ৩৯ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৬৬৭ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৯৫৮ টাকা। সেই হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৮ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৭০৯ টাকা বা ২৮ শতাংশের বেশি। 

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৮৬৯ টাকা।যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৯৯৫ টাকা। সেই হিসাবে মুনাফা বেড়েছে ১১ কোটি ৩ লাখ ৮১ হাজার ৮৭৪ টাকা। 

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। 

৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯০ টাকা ৯৯ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপার।এর মধ্যে ২০ শতাংশ স্টক ও বাকি ২০ শতাংশ নগদ।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৫২ টাকা ৪০ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!