ঢাকা: উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর লক্ষ্মীপুর শাখা রোববার (১৩ ফেব্রুয়ারি) থেকে নতুন ঠিকানায় (সফিক চৌধুরী ম্যানসন, হোল্ডিং নং-১০২৮, কলেজ রোড, উপজেলা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্তে লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এবং সাবেক এমপি মুহাম্মদ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। নভেল করোনা ভাইরাস জনিত কারণে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে অতি স্বল্প পরিসরে শাখা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা, ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির-সহ কিছু সংখ্যক গ্রাহক এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক একটি গ্রাহকবান্ধব ব্যাংক। এই ব্যাংক শুরু থেকেই অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে অবদান রেখে আসছে এজন্য ব্যাংক কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তাছাড়া সাম্প্রতিক সময়ে এই ব্যাংক তাদের সার্বিক পারফরমেন্সের জন্য বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার অর্জন করেছে, যা অত্যন্ত গৌরবের বিষয়। আমরা এই ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
স্থানান্তরিত শাখাটি উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বলেন, আমরা গ্রাহকদের অধিকতর চাহিদা ও তাদের সুবিধার্থেএই শাখাটিকে সুপরিসর জায়গায় স্থানান্তর করেছি। আমরা আশা করছি আমাদের গ্রাহকরা পূর্বের তুলনায় আরো অধিক সেবা পাবেন। ২০১১ সালের ১৯ ডিসেম্বর আমাদের এই লক্ষ্মীপুর শাখাটি যাত্রা শুরু করে অত্র এলাকার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো-সহ সার্বিক উন্নয়নে অবদান রেখে আসছে।
সোনালীনিউজ/এসআই
আপনার মতামত লিখুন :