ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে টালমাটাল দেশের শেয়ারবাজার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:৪০ পিএম
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে টালমাটাল দেশের শেয়ারবাজার

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে সূচকের বাধাহীন পতন চলছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর খবরে বিশ্বের বড় সব পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটে। এর প্রভাব সেদিনই পড়েছে দেশের শেয়ারবাজারেও। ওইদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট হারায়। সেই একই ধারায় আজও লেনদেন চলছে স্টক এক্সচেঞ্জটিতে। 

যদিও বিশ্ব শেয়ারবাজার যুদ্ধের এই প্রভাব থেকে বেড়িয়ে আসতে শুরু করছে। কিন্তু দেশের শেয়ারবাজারে আজ বড় পতন দেখা গেছে। 

যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয় দিনের মতো আজ দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক প্রথম ঘন্টায় ১০৭ পয়েন্ট হারায়, যা দুই ঘন্টা ২০ মিনিট পর ১৭১ পয়েন্ট হারিয়ে বসে। আর আড়াইটা পর্যন্ত গত কার্যদিবসের থেকে সূচকটি ১৭৬ পয়েন্ট কমে যায়। 

দুপুর আড়াইটা পর্যন্ত অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট হারিয়ে ১৪৪৫ এবং ডিএস ৩০ সূচক ৪৭ পয়েন্ট হারিয়ে ২৪৬৭ পয়েন্টে অবস্থান নেয়। 

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০টির, কমেছে ৩৬৫টির আর অপরিবর্তিত ছিল ৪টির দাম।

এসময় পর্যন্ত ডিএসইতে টাকার পরিমানে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার সিকিউরিটিজ।

দেশের পুঁজিবাজারে গত কয়েক মাসে এ ধরনের পতন হয়নি। ফলে সূচকের এ পতন বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!