কেপিসিএলের দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১২:৪৯ পিএম
কেপিসিএলের দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি পেয়েছে।

সোমবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কেপিসিএল বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে।

মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে।

পাওয়ার প্লান্ট দুইটি হচ্ছে, কেপিসি ইউনিট ২ হাজার ১১৫ মেগাওয়াট প্লান্ট, খুলনা এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। 

গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছে।

সোনালীনিউজ/এএইচ/এনএন

Link copied!