ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট, আইসিসি উইং ও চট্টগ্রাম জোনাল অফিসের যৌথ উদ্যোগে ‘Creating Awareness on Internal Control & Compliance Activities in AIBL’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৮ জুন) চট্টগ্রাম নগরীর হোটেল সৈকত ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সুপারভিশন) মো. আরিফ হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি এন্ড আইসিসি উইংয়ের প্রধান আকতার কামাল। উপস্থিত ছিলেন, ব্যাংকের অডিট ইন্সপেকশন ডিভিশনের এসভিপি কামাল হোসেন এফসিএ, আইসিসি সেক্রেটারিয়েটের এভিপি শরীফুল ইসলাম, অডিট মনিটরিং ডিভিশনের এভিপি মো. শামসুল আরেফিন, ট্রেনিং ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের এভিপি ও ফ্যাকাল্টি মেম্বার এস. এম. জুলকার নায়েন প্রমুখ।
কর্মশালা ব্যাংকের চট্টগ্রাম জোনের অধীনে ৩৭টি শাখার ম্যানেজার, ম্যানেজার অপারেশন, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের ১০০জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সোনালীনিউজ/এসআই
আপনার মতামত লিখুন :