খেলাপি বৃদ্ধির শীর্ষে যেসব ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ১২:২৩ পিএম
খেলাপি বৃদ্ধির শীর্ষে যেসব ব্যাংক

ঢাকা : ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৯৮৪ কোটি টাকা। কিছু কিছু ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে বেশিরভাগের। তাদের মধ্যে শীর্ষে রয়েছে ২০টি ব্যাংক।

খেলাপি বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও বাকি ১৫টি বেসরকারি খাতের। ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের প্রায় ৭৫ শতাংশই আছে এই ২০টি ব্যাংকে। বাকি ৪১টি ব্যাংকে রয়েছে মাত্র ২৫ শতাংশ।

শীর্ষে থাকা ২০টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি বেড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে। ছয় মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার ১২৬ কোটি টাকা। ছয় মাস আগে গত ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ১৩৭ কোটি টাকা। ঠিক ছয় মাস পর চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৩ কোটি টাকায়।

এরপরের অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। কারণ আলোচ্য ছয় মাসে তিন হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ খেলাপি বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ব্যাংকের। গত বছরের ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল পাঁচ হাজার ৯৫৬ কোটি। তবে ছয় মাসের ব্যবধানে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৪ কোটি টাকার ঘরে।

খেলাপি ঋণ বৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এই ছয় মাসে দুই হাজার ৮০২ কোটি টাকার ঋণ খেলাপি বেড়ে ১০ হাজার ৫৫৮ কোটি টাকায় পৌঁছেছে ব্যাংকটি। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এক হাজার ১৯২ কোটি টাকার ঋণ খেলাপি বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬৬ কোটি টাকা, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৮৯৩ কোটি বেড়ে ১২ হাজার ১২৬ কোটি টাকা, ওয়ান ব্যাংকের ৮৮৩ কোটি টাকা বেড়ে দুই হাজার ৭৯৩ কোটি, ইসলামী ব্যাংকের ৫৭২ কোটি টাকা বেড়ে চার হাজার ৫১১ কোটি, আইএফআইসি ব্যাংকের ৫১৪ কোটি টাকা বেড়ে দুই হাজার ৩২৭ কোটি, পূবালী ব্যাংকের ৪৭৯ কোটি টাকা বেড়ে এক হাজার ৫৭২ কোটি এবং বেসিক ব্যাংকের ৪০০ কোটি টাকা বেড়ে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২৪৯ কোটি টাকা।

এ ছাড়া ছয় মাসে খেলাপি ঋণ বৃদ্ধির শীর্ষ ২০ এর তালিকায় থাকা ব্যাংগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ছয় মাসে ৩৯৭ কোটি টাকা ঋণ খেলাপি বৃদ্ধি পেয়েছে ব্যাংকটির। এনআরবিসি ব্যাংকের বেড়েছে ৩৪৬ কোটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৩১ কোটি, এবি ব্যাংকের ৩১৫ কোটি, উত্তরা ব্যাংকের ২৯২ কোটি, পদ্মা ব্যাংকের ২৮৫ কোটি, ঢাকা ব্যাংকের ২৭৯ কোটি, এনসিসি ব্যাংকের ২৭৭ কোটি এবং ট্রাস্ট ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে ২৪৪ কোটি টাকা।

গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে থাকা ২০টি ব্যাংকের দায় ৯৩ হাজার ৫০১ কোটি টাকা। যা মোট খেলাপি ঋণের তিন চতুর্থাংশ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!