শুরু হলো ৫ দিন ব্যাপী আবাসন মেলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:১৩ পিএম
শুরু হলো ৫ দিন ব্যাপী আবাসন মেলা

ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ শুরু হয়েছে। পাঁচদিনব্যাপী এ মেলা চলবে আগামী রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা উদ্বোধন হয়েছে।

পাঁচ দিনের এ মেলার উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে। এরমধ্যে ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল। এ বছর মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ন রিয়েল এস্টেট লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রডাক্ট লিমিটেড, ক্রিডেন্স হাউজিং লিমিটেড, ডোম-ইনো বিল্ডার্স লিমিটেড, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, র‌্যাংস প্রপার্টিজ লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড। এছাড়া কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মোট ২২টি প্রতিষ্ঠান।

ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২০০১ সাল থেকে রিহ্যাব ফেয়ারের আয়োজন করছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব।

সোনালীনিউজ/আইএ

Link copied!