ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে আবেদনের সময় শেষ আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১২:৪১ পিএম
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে আবেদনের সময় শেষ আজ

ঢাকা : ২০০ কোটি টাকা তোলার লক্ষে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর ইলেকট্রনিক সাবিস্ক্রেপশনের সময় শেষ হচ্ছে আজ। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

রোববার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে আবেদনের জন্য বিনিয়োগকারীদের নূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড যা স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

এমটিআই

Link copied!