ঢাকা : দাম কমাতে চিনির আমদানি শুল্ক অর্ধেক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক কমানোর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বুধবার (১ নভেম্বর) এনবিআর এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, টনপ্রতি অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে শুল্ক দিতে হবে ৩ হাজার টাকা।
এর আগে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির শুল্ক ছিল ৩ হাজার টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে শুল্ক ছিল ৬ হাজার টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিকারকেরা এই শুল্কছাড়ের সুবিধা পাবেন।
প্রসঙ্গত, আমদানি শুল্কের পাশাপাশি চিনিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। এছাড়া আমদানিকারকদের ভ্যাট দিতে হয় ১৫ শতাংশ। পাশাপাশি অগ্রিম আয়কর দিতে হয় ২ শতাংশ।
এমটিআই
আপনার মতামত লিখুন :