৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:৫৭ পিএম
৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে

ঢাকা: প্রতি লিটার ১৫৪.২৯ টাকা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এই পরিমান তেল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ১৪ লাখ টাকা। 

আগামিকাল বুধবার অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকটি সচিবালয়ে ভার্চূ্যূয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, বছর জুড়ে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের লক্ষ্যে বার্ষিক ক্রয় পরিকল্পনার অংশ হিসেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অভ্যন্তরীণ বাজার থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ তেল কেনার প্রস্তাব দিয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৬ কোটি ৪০ লিটার সয়াবিন তেল ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে টিসিবি। এর বিপরীতে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। এ ধারাবাহিকতায় আরও ৫০ লাখ লিটার ভোজ্যতেল কেনা হচ্ছে।

সূত্র জানায়, দরপত্র আহ্বান করা হলে ২টি সরবরাহকারী প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক দাম ধরা হয়েছে ১৬৬.২২ টাকা। এর মধ্যে আয়কর, মূসক ও টিসিবি’র গুদামগুলোতে পরিবহনসহ সিটি এডিবল অয়েল লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৪.২৯ টাকা এবং সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটারের দাম ১৫৫.০৫ টাকা প্রস্তাব করে।

সূত্র মতে, দরপত্র মূল্যায়ন কমিটি ২টি দরপত্রই রেসপন্সিভ ঘোষণা করে। তবে সর্বনিম্ন দরদাতা হিসেবে সিটি এডিবল অয়েল লিমিটেড-এর প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। দুই লিটার পেট বোতলে এ সয়াবিন তেল সরবরাহ করা হবে। পঞ্চাশ লাখ লিটার তেল ক্রয়ে মোট ব্যয় হবে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র জানায়, সর্বনিম্ন দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি লিটার সয়াবিন তেলের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে ১১.৯৩ টাকা কম। প্রস্তাবিত দর থেকে ২ শতাংশ অগ্রীম আয়কর বাবদ ৩.০৮ টাকা ও পরিবহন খরচ ২.০০ টাকা বাদ দিলে প্রতি লিটার তেলের প্রকৃত মূল্য দাঁড়ায় ১৪৯.২১ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটার গড় খুচরা মূল্য ১৬৯ টাকা; যা থেকে প্রস্তাবিত দর প্রতি লিটারে ১৪.৭১ টাকা কম। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) এর বিপরীতে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৭.৯০ টাকা দরে দরপ্রস্তাব পাওয়া যায়। যা দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ক্রয়ের সুপারিশ করা হয়নি বলে জানা যায়। উল্লেখিত প্রস্তাব থেকে আলোচ্য দর প্রস্তাব প্রতি লিটারে ৩.৬১ টাকা কম।

এমএস

Link copied!