ঢাকা: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্তকৃত শীর্ষ পাঁচ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেওয়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে তারা আন্দোলন শুরু করে। এতে স্থবির হয়ে পড়েছে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম।
আন্দোলনকারীরা বলছেন, সোনালী লাইফের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আমাদের কর্মকর্তাদের বরখাস্ত আদেশ ও প্রশাসকের পদত্যাগ ও সাবেক পরিচালনা পর্ষদকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আমাদের আজকের আন্দোল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গতকাল রোববার কোম্পানির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রশাসক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
এমএস
আপনার মতামত লিখুন :