নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১১:১০ এএম
নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

ঢাকা : রোববার (১১ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না।

‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চেকের মাধ্যমে দুই লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে। চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিন নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলো থেকে এক লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল

ব্যাংকাররা বলছেন, গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ ওই নির্দেশনা দেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেনে অতিরিক্তি সতর্কতা অবলম্বন করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকগুলোর প্রধান অর্থপাচার নিরোধ কর্মকর্তাদের সঙ্গে সভা করে ওই নির্দেশনা দেয় বিএফআইইউ।

এমটিআই

Link copied!