জহির উদ্দিনের পাওনা না দিলে আইনানুগ ব্যবস্থা: আইডিআরএ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৫:২১ পিএম
জহির উদ্দিনের পাওনা না দিলে আইনানুগ ব্যবস্থা: আইডিআরএ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর আগেও পাওনা পরিশোধের জন্য কোম্পানিকে একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে এবারের বলা হয়েছে যদি পাওনাদি পরিশোধ ও ছাড়পত্র দেওয়া না হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্প্রতিবার (১৫ আগস্ট) আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, কোম্পানির সাবেক সচিব মো. জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের বিষয়ে কোম্পানির ব্যাখ্যা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তগত হয়। উক্ত ব্যাখ্যার স্বপক্ষে কোম্পানি কোন প্রমাণক দাখিল করতে পারেনি বিধায় জবাবটি গ্রহণযোগ্য নয়। কোম্পানি কর্তৃক এমন কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রতিপালন না করে কালক্ষেপন করা, যা কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত নির্দেশ অমান্যের সামিল। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এমন কার্যক্রমের দায় আপনার উপর বর্তাবে।

এতে বলা হয়, কোম্পানির সাবেক সচিব মো: জহির উদ্দিন থেকে প্রাপ্ত কাগজপত্রাদি পর্যালোচনায় তার দাবীর স্বপক্ষে আইনানুগ ভিত্তি রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, শুনানীতে গ্রহীত সিদ্ধান্ত অনুযায়ী মো: জহির উদ্দিনের আইনসঙ্গত ও যৌক্তিক পাওনাদি পরিশোধপূর্বক ছাড়পত্র প্রদান করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/আইএ

Link copied!