সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা অর্জন করল পূবালী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৩:৪৮ পিএম
সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা অর্জন করল পূবালী ব্যাংক

ঢাকা: ২২তম ডিএইচএল-দ্য ডেইলী স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে সেরা আর্থিক প্রতিষ্ঠান-২০২৩ হিসেবে সম্মাননা অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বাংলাদেশের অর্থনৈতিক খাতে অসামান্য অবদান এবং উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়।
সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এ সম্মাননা পদক গ্রহণ করেন।

পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান। কর্পোরেট সুশাসন, নৈতিক ব্যাংকিং এবং গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতি তাদের অঙ্গীকারের জন্য এ পুরস্কার অর্জন করেছে। এই সম্মাননাটি প্রজন্ম থেকে প্রজন্মে পূবালী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের নিদর্শন বহন করে।


এসএস

Link copied!