বহুজাতিক বাটাকে টপকে মুনাফায় দেশীয় অ্যাপেক্স

  • আবদুল হাকিম  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১২:৫৯ পিএম
বহুজাতিক বাটাকে টপকে মুনাফায় দেশীয় অ্যাপেক্স

ঢাকা: জুতাশিল্প খাতে দুটি কোম্পানি একে অপরের বড় প্রতিযোগী। একটি বাটা অন্যটি অ্যাপেক্স শু। চলতি প্রথম প্রান্তিকে জুতার ব্যবসায়ে বহুজাতিক কোম্পানি বাটা শু’কে পেছনে ফেলেছে দেশীয় প্রতিযোগী অ্যাপেক্স ফুটওয়্যার। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই–সেপ্টেম্বরে বাটার চেয়ে পৌনে তিন গুণ বেশি ব্যবসা করেছে অ্যাপেক্স ফুটওয়্যার। তাতে মুনাফা বেড়েছে কোম্পানিটির। অন্যদিকে লোকসান করেছে বাটা শু।

কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

বাটা শু গত ৩১ অক্টোবর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর অ্যাপেক্স ফুটওয়্যার একই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে  বুধবার। তাতে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বরে কোম্পানিটি ভালো ব্যবসা করেছে। 

এদিকে বুধবার (১৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তাদের প্রতিটি শেয়ারের দাম কমে ২০২ টাকায় নামে, যা আগের দিনের চেয়ে আড়াই টাকা কম। অন্যদিকে লোকসানে পড়া বাটার শেয়ারপ্রতি দাম আগের দিনের চেয়ে পাঁচ টাকা ৩০ পয়সা বেড়ে ৯১৭ টাকায় উঠেছে।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন শুরুর পর বেশ কিছুদিন দেশজুড়ে বিভিন্ন বিপনিবিতান ও কোম্পানিগুলোর বিক্রয়কেন্দ্র বা শোরুমসমূহ বন্ধ ছিল। এতে তাদের খুচরা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা সত্ত্বেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৪২৩ কোটি টাকার ব্যবসা করেছে অ্যাপেক্স ফুটওয়্যার। 

অন্যদিকে বহুজাতিক কোম্পানি বাটা শু’র পণ্য বিক্রির পরিমাণ ছিল ১৫৪ কোটি টাকা। সেই হিসাবে এই তিন মাসে বাটার চেয়ে অ্যাপেক্স ২৬৯ কোটি টাকা বা প্রায় পৌনে তিন গুণ বেশি মূল্যের পণ্য বিক্রি করেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১৫৪ কোটি টাকার ব্যবসায় তথা বিক্রিতে বাটার পরিচালন লোকসান হয়েছে প্রায় নয় কোটি টাকা। সেখানে অ্যাপেক্সের ৪২৩ কোটি টাকার ব্যবসায়ে পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। ব্যাংকঋণের সুদসহ আর্থিক নানা খরচ ও কর পরিশোধ করতে গিয়ে বাটার লোকসান বৃদ্ধি পায়। একই কারণে অ্যাপেক্সের পরিচালন মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর জুলাই–সেপ্টেম্বর সময়ে অ্যাপেক্সের মুনাফা দাঁড়ায় ৩ কোটি টাকা। একই সময়ে বাটার লোকসান বেড়ে ১৩ কোটি টাকায় ওঠে।

আর্থিক প্রতিবেদন বলছে, গত বছরের জুলাই-সেপ্টেম্বরেও লোকসান করেছে বাটা শু, যার পরিমাণ ছিল প্রায় দুই কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাটার লোকসান বেড়ে ৬ গুণ ছাড়িয়েছে। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিক শেষে অ্যাপেক্স ফুটওয়্যারের কর-পরবর্তী মুনাফা ছিল প্রায় সোয়া দুই কোটি টাকা। চলতি বছরের একই সময়ে তাদের কর-পরবর্তী মুনাফা হয় ৬০ লাখ টাকার বেশি।

এসএস

Link copied!