পরিশোধিত মূলধনের কয়েকগুণ বেশি লোকসানে প্রিমিয়ার লিজিং

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০১:৩৯ পিএম
পরিশোধিত মূলধনের কয়েকগুণ বেশি লোকসানে প্রিমিয়ার লিজিং

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স গত ৪ বছর বা ২০২০-২৩ সাল পর্যন্ত লোকসানে রয়েছে। বর্তমানে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮.৫৫ টাকা। এ হিসাবে ১৩২ কোটি ৯৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ১ বছরেই নিট লোকসান হয়েছে ৩৭৯ কোটি ৬৩ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫.৯৭ টাকা করে মোট ২১২ কোটি ৩০ লাখ টাকার লোকসান হয়েছিল।

প্রিমিয়ার লিজিং ২০২০ সাল থেকে লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৩ সাল বা গত ৪ বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৮৭২ কোটি ৫৩ লাখ টাকা।

এমন লোকসানে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৪৬.৭৯) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

এএইচ/এসএস

Link copied!