ঢাকা: বাংলাদেশের মানিলন্ডারিং রোধ ও কমপ্লায়েন্স রাষ্ট্র গঠনের লক্ষ্যে রিহ্যাবের সঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউ ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশকে একটি কমপ্লায়েন্স রাষ্ট্রে পরিণত করতে সভায় দেশের মানিলন্ডারিং কিভাবে রোধ করা যায় তা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও রিহ্যাব যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এএইচ/এসএস
আপনার মতামত লিখুন :