ভ্যাট তথ্যে গরমিল মেঘনা পেট্রোলিয়ামের: নিরীক্ষক

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৮:৪১ পিএম
ভ্যাট তথ্যে গরমিল মেঘনা পেট্রোলিয়ামের: নিরীক্ষক

ঢাকা: গত ৩০ জুন সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের ব্যবসা থেকে সরকারকে ১৩৩ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা ভ্যাট বাবদ পরিশোধ করতে হবে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানটি তাদের ভ্যাট রিটার্নে আলোচিত বছরের জন্য যে পরিমান রিটার্ন দাখিল করেছে তাতে ৭৯ হাজার টাকার গরমিল পাওয়া গেছে। 

পুঁজিবাজার তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানিটির নিরীক্ষক হুসাইন ফরহাদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

নিরীক্ষক আরো জানিয়েছে, মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের শেয়ার মানি ডিপোজিট হিসেবে ব্যবহৃত ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ক্যাপিটালে রূপান্তর করা হয়নি। 

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রজ্ঞাপন অনুসারে, শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থ গ্রহণের ৬ মাসের মধ্যে সেই অর্থের সমপরিমান শেয়ার ক্যাপিটালে কনভার্ট করার বিধান থাকলেও এ কোম্পানিটি তা করেনি। এর মাধ্যমে কোম্পানিটি এফআরসির বিধান লঙ্ঘন করেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫০ টাকা ১১ পয়সা হিসেবে মোট ৫৪২ কোটি ২৭ লাখ টাকা কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে মেঘনা পেট্রোলিয়াম। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ৪০ টাকা ৮৬ পয়সা হিসেবে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ৪৪২ কোটি ১৪ লাখ টাকা। অথাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০০ কোটি ১৩ লাখ টাকা। শতকরা হিসেবে মুনাফার এ প্রবৃদ্ধি ২২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে মুনাফায় বড় এ প্রবৃদ্ধি হওয়ায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের পরিমানও সামান্য বাড়িয়েছে। আগের বছরে ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিলেও ২০২৩-২৪ হিসাব বছরের জন্য ১৭০ শতাংশ নগদের ঘোষণা দেয়া হয়েছে। ঘোষিত ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ হারে আলোচিত বছরের জন্য কোম্পানিটির পর্ষদ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭ টাকা করে লভ্যাংশ দেবে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা রয়েছে ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮টি। এই হিসেবে আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৮৩ কোটি ৯৭ লাখ টাকা লভ্যাংশ দেবে মেঘনা পেট্রোলিয়াম, যা অর্জিত মোট মুনাফার মাত্র ৩৩ দশমিক ৯৩ শতাংশ। বিপরীতে অর্জিত মোট মুনাফার ৩৫৮ কোটি ৩০ লাখ টাকা বা ৬৬ দশমিক শূন্য ৭ শতাংশই কোম্পানির পুঞ্জিভুত মুনাফা তহবিলে রেখে দেওয়া হবে।

এএইচ/আইএ

Link copied!