ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি।
রোববার দুপুরে (১ ডিসেম্বর) বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়।
প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২৯ আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্ববায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অনারারি ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্রটি প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে দেশের ১১ জন বিশিষ্ট বিশেষজ্ঞকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আইএ
আপনার মতামত লিখুন :