কমেছে ২৪৮ কোম্পানি শেয়ারদর, লেনদেনে ধস

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৪৭ পিএম
কমেছে ২৪৮ কোম্পানি শেয়ারদর, লেনদেনে ধস

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে ২৪৮ কোম্পানি শেয়ারদর। তলানিতে নেমেছে লেনদেন।

রোববার (০৮ ডিসেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮১ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৪৮টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬০টি কোম্পানির বাজারদর।

এএইচ/আইএ

Link copied!