লোকসানে থাকা রেনউইকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৫৫ পিএম
লোকসানে থাকা রেনউইকের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দূর্বল ব্যবসার রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। যা কোম্পানির অস্তিত্বকেই হুমকিতে ফেলেছে। সেই কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার এখন ৬৬৭ টাকায় অবস্থান করছে।

কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কারন হিসেবে নিরীক্ষক জানিয়েছেন, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে অক্ষমতা, ধারাবাহিক লোকসানে বড় পূঞ্জীভূত লোকসান ও গ্র্যাচুইটি প্রদান না করা।

আর্থিক হিসাবে অগ্রিম কর হিসেবে ৪৬ লাখ টাকা প্রদান দেখানো হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে সীমাবদ্ধতার কারনে এর সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। একইভাবে কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া ৪ কোটি ২১ লাখ টাকার সত্যতা যাচাই করতে পারেনি।

রাষ্ট্রায়াত্ত্ব রেনউইক যজ্ঞেশ্বর ব্যবসায় দূর্বল হলেও শেয়ার দরে চাঙ্গা। বুধবার (২৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৬৭.৩০ টাকায়। এই অস্বাভাবিক দরের পেছনে কারন হিসেবে রয়েছে রেনউইকের স্বল্পমূলধন। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ২ কোটি টাকা। এ কারনে কারসাজিকাররা সহজে শেয়ারটি গেম্বলিং করতে পারছে।

এএইচ/এসএস

Link copied!