ঢাকা : বন্ধন অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন তরুণ ব্যাংকার ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক মোহাম্মদ হাসানুর রহমান।
শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত বন্ধন কালচারাল ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসানুরের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এনবিআরের প্রথম সচিব জনাব নাজমূল হক এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রুমানা ইসলাম মুক্তি।
বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও বন্ধন উপদেষ্টা জনাব আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, স্বাক্ষরের চেয়ারপার্সন শামসুন্নাহার আজিজ লীনা, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও বন্ধন উপদেষ্টা মেজর (অবঃ) আক্তারুজ্জামান, হযরত শাহআলী মহিলা কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী রানা ফেরদৌস রত্না, ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী ও গ্রামীন পাওয়ার লিঃ এর বিপণন ব্যবস্থাপক জনাব এমডি আল-আমিন হোসেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন বিশিষ্ট শিল্পীরা।
মো: হাসানুর রহমান বর্তমানে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও টুডে ৮৯.৬ এফএম-এ সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেব দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংক পিএলসি-তে সরকারি সম্পর্ক বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
করেছেন। ব্যাংকিং, মিডিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে তাঁর ১৪ বছরের অভিজ্ঞতা রয়েছে, এই সময়ে তিনি এই ক্ষেত্রের মূল বিষয়গুলির ওপর পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করেছেন। অতীতেও জনসংযোগে অসামান্য অবদানের জন্য জাতীয় পর্যায়ের পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
এমটিআই
আপনার মতামত লিখুন :