ঢাকা: ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তাদের সমন্বয়ে অলাভজনক অরাজনৈতিক সংগঠন গঠনের প্রত্যয়ে সম্প্রতি মতিঝিলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. মাহবুবর রহমান।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হককে আহবায়ক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি, এসবিএসি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিইও ও এমডি মো. গোলাম ফারুককে সদস্য-সচিব করে ‘ব্যাংকার্স ভয়েস বাংলাদেশ’ নামে সংগঠন করা হয়েছে।
উক্ত সংগঠনের উদ্দেশ্য হলো- ব্যাংক ও আর্থিক খাতের সকল প্রকার বৈষম্য, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল ডায়ালগ, স্মারককলিপি প্রদানসহ নানা উপায়ে যথযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং জনসম্মুখে তুলে ধরা।
আইএ
আপনার মতামত লিখুন :