শুরু হলো ক্লেমন মোহিতো’র নতুন ক্যাম্পেইন ‘কুল লেমন’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:২০ পিএম
শুরু হলো ক্লেমন মোহিতো’র নতুন ক্যাম্পেইন ‘কুল লেমন’

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ‘ক্লেমন’-এর একটি অন্যতম ভ্যারিয়েন্ট ‘ক্লেমন মোহিতো’। লেমনের রিফ্রেশিং স্বাদ আর মিন্টের কুল ভাইবের অসাধারণ কম্বিনেশনের ‘ক্লেমন মোহিতো’ প্রতি চুমুকেই দেয় রিফ্রেশমেন্ট। 

ইউনিক স্বাদের ক্লেমন মোহিতো এখন পাওয়া যাচ্ছে ২৫০ মিলি ও ৩৩০ মিলি ক্যানে। ডিজিটাল প্ল্যাটফর্মে বছরব্যাপী ইয়ুথফুল কমিউনিকেশন এবং এর ইউনিক স্বাদের জন্য নতুন জেনারেশনের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় ব্র‍্যান্ড হয়ে উঠেছে ‘ক্লেমন মোহিতো’।

‘ক্লেমন মোহিতো’র রিফ্রেশমেন্ট আরও ছড়িয়ে দিতে লঞ্চ হয়েছে নতুন ক্যাম্পেইন ‘কুল লেমন’! ক্যাম্পেইনটি শুরু হয়েছে একটা রিফ্রেশিং টিভিসির মাধ্যমে। এছাড়াও পুরো ক্যাম্পেইনটির প্রচারণা চলছে ইন-স্টোর ব্র্যান্ডিং, পিওএসএম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক-ইউটিউব, জিডিএন ব্যানারসহ বিভিন্ন মিডিয়ায়।

ফলে ক্যাম্পেইনটির কুল ভাইব ছড়িয়ে পড়েছে অনলাইন-অফলাইন সবখানে! ক্লেমন বিশ্বাস করে ‘কুল লেমন’ ক্যাম্পেইনটির মাধ্যমে লেমন ও মিন্টের কুল ভাইবের ‘ক্লেমন মোহিতো’ অচিরেই দেশজুড়ে সর্বস্তরের মানুষের মন জয় করবে।

এসআই

Link copied!