বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআইএফের ১৭ প্রার্থী জয়ী

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৪৮ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআইএফের ১৭ প্রার্থী জয়ী

ঢাকা: বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) ২০২৫ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে লাইফ কোম্পানির ৬ জন এবং নন-লাইফ কোম্পানির ১১ জন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিআইএফের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাইফ কোম্পানির সদস্যরা হলেন: 
পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম, বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম এবং ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

নন-লাইফের নির্বাচিত সদস্যরা হলেন:
এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দস্তগীর, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল।

এছাড়াও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এএইচ/আইএ

Link copied!