সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আবদুল লতিফ

  • সংবাদ বিজ্ঞপ্তি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:১২ পিএম
সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আবদুল লতিফ

ঢাকা: সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন মোঃ আবদুল লতিফ। তিনি সিটিজেন্স ব্যাংকে যোগদানের পূর্বে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান ও জোনাল হেড হিসেবে একনিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আবদুল লতিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। 

আইএ

Link copied!