ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:২৯ পিএম
ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

ঢাকা: গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রোববার (১৬ মার্চ) ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১টি এটিএম বুথের উদ্বোধন করা হয়। 

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম (সুমন) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর পরিচালক সমাইল হোসেন নওয়াব, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোঃ রিয়াদ হোসেন, কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মোঃ ইব্রাহিম হোসেন, ভালুকা এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ- সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদেরকে আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

এসআই

Link copied!