ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের ২০২৪-২০২৫ অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৪৯ শতাংশ লোকসান কম হয়েছে।
রোববার (০৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরামিট সিমেন্টের চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.০১ টাকা। যার পরিমাণ গতবছরের একই সময়ে হয়েছিল ৭.৮৮ টাকা। এতে করে লোকসান কমেছে ৩.৮৭ টাকা বা ৪৯ শতাংশ।
কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৭৮ টাকা। যার পরিমাণ গতবছরের একই সময়ে হয়েছিল ৩.৮৬ টাকা। এতে করে লোকসান কমেছে ২.০৮ টাকা বা ৫৪ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২২.৮৭ টাকায়।
এমটিআই
আপনার মতামত লিখুন :