ঢাকা: ফিলিস্তিনের গাজাবাসীদের গণহত্যা ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ গতকাল সোমবার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শনের নাম করে কতিপয় দুর্বত্ত এবং সন্ত্রাসীরা দেশের বহু রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের মত জঘন্যতম কর্মকাণ্ড ঘটায়। এর ফলে রেস্তোরাঁ মালিকদের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয় বিক্ষোভের নাম করে কিছু দুর্বত্তরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলাগুলোর রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় ও ব্যাপকভাবে ভাঙচুর করে সম্পদের ক্ষতি সাধন করে। এভাবে সন্ত্রাসীরা বিদেশি পণ্যের নাম করে দেশের রেস্তোরাগুলোতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়।
এঅবস্থায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বক্তব্য হচ্ছে: বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি ও এর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনার সাথে জড়িতদের অতি শীঘ্রই (আগামী ২৪ ঘন্টার মধ্যে) আটক ও দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সহিংসতায় যে সম্পদ ধ্বংস করা হয়েছে তা নিরূপণ করা ও তাদের বিনিয়োগের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা।
এএইচ/আইএ
আপনার মতামত লিখুন :