লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৫:৪৫ পিএম
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ছবি : প্রতিনিধি

ঢাকা:  আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩ এর ২০২৫-২০২৬ বছরের নেতৃত্বের জন্য ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার দিন ধার্য ছিল ও মনোনয়ন কমিটির চেয়ারম্যান লায়ন সাদেক হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী বাৎসরিক কনভেনশন ২০২৫ উপলক্ষে গভর্নর সাব্বির এম সায়েম বিস্তারিত আলোচনা করেন এবং কনভেনশনের লোগো উম্মোচন করেন। এ সময় সকল প্রাথী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ধানমন্ডিস্থ অধ্যাপক আবু আহমেদ চৌধুরী মিলোনায়তনে অত্যন্ত আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন অধ্যাপক ডাঃ কাজী মাজারুল ইসলাম দোলন তার মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন আব্দুল্লাহ খালিদ, চাঁদপুরের সনামধন্য ব্যাবসায়ী লায়ন সাকি কাওসার, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) এর সহ-সাধারণ সম্পাদক এবং ব্যাবসায়ী লায়ন হারুন অর রাশিদ, লায়ন ইঞ্জিনিয়ার মনোয়ারা বেগম এবং গান বাংলা টেলিভিশন এর চেয়ারম্যান লায়ন দেলোয়ার হোসেন রাজা দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়ন পত্র জমা দেন ও সব শেষে জেলা গভর্নর সবাইকে শুভ কামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

এসআই

Link copied!