‘গণত্রাণ’ কর্মসূচি

দুইদিনে টিএসসিতে ১ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০১:০৮ এএম
দুইদিনে টিএসসিতে ১ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ

ঢাকা : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে ‘গণত্রাণ’ কর্মসূচি। গত দুইদিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান সংগটনঠির অফিসিয়াল ফেসবুক পেইজে এ ঘোষণা দেন।

পোস্টে বলা হয়েছে, গত দুইদিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে। গতকাল যার পরিমাণ ছিলো ২৯ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া আজকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সহায়তা পাওয়া যায়।

আগামীকালও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়।

এমটিআই

Link copied!