ঢাকা: বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী নেসার উদ্দীনের সভাপতিত্বে কুমিল্লা বিভাগীয় সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) কুমিল্লা শহরের টমছম ব্রীজ সংলগ্ন এলাকায় আল মাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুহাম্মদ আসাদ আকন্দ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহওয়ালী উল্লাহ ফরহাদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হুসাইন বিন কোরবাত আহমাদ, মাওলানা নুর আলম, মাওলানা ইয়াহিয়া বিন নোমান, মাওলানা সালেহ আহমেদ, আইনুল ইসলাম, কুমিল্লা ইপিজেড কাস্টমস অফিসার মোহাম্মাদ হোসেন ভুঁইয়া। এছাড়াও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খালিদ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, দলমত নির্বিশেষে সকল ধরনের প্রতিষ্ঠান আমাদের পরিষদের অন্তর্ভুক্ত হতে পারবে তবে সেক্ষেত্রে পরিষদের নিয়ম কানুন অবশ্যই ফলো করতে হবে।
তিনি বলেন, আমরা কিছু কাজ হাতে নিয়েছি। সেগুলো হলো বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা নিবন্ধন করা, শিক্ষক প্রশিক্ষণ, কল্যাণ ফান্ড গঠন, উদ্যোক্তা তৈরি, শিক্ষা বৃত্তি, দ্বি মাসিক পত্রিকা, বই, প্রশ্ন, সাজেশন, সিলেবাস প্রস্তুত, পৃথক শিক্ষা বোর্ড গঠন, অনলাইন টিভি, হিফয প্রতিযোগিতার ব্যবস্থা করা।
উক্ত সম্মেলন থেকে কুমিল্লা বিভাগের আগামী ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন পরিষদের মহাসচিব মুফতি আসাদ আকন্দ।
নবনির্বাচিত দায়িত্বশীল মনোনীত হয়েছেন যারা–
কুমিল্লা (সাংগঠনিক) বিভাগীয় সভাপতি: হুসাইন বিন কোরবাত আহমাদ, সেক্রেটারি মাওলানা নুরুল আহাদ
কুমিল্লা সভাপতি: ইয়াহহিয়া বিন হুসাইন, সেক্রেটারি হাফেজ মাওলানা নাসির আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরহাদ হোসেন।
নোয়াখালী সভাপতি : হাফেজ মাওলানা আমির হামজা, সহ সভাপতি মাওলানা নুর আলম, সেক্রেটারি : হাফেজ মাওলানা আইনুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মমিনুর রহমান, সহ সেক্রেটারি হাফেজ সালেহ উদ্দিন, প্রচার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, তথ্য গবেষণা সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
চাঁদপুর সভাপতি : হাফিজ মাওলানা গাজী এমদাদুল হক মানিক, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম।
বি-বাড়ীয়া জেলার সভাপতি হাফেজ মাওলানা বেলাল হোসাইন।
এ ছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাইভেট মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল বৃন্দ।
বিভাগীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
আইএ
আপনার মতামত লিখুন :