নবীনদের বরণ করে নিলো কুবি শাখা ছাত্রশিবির

  • কুবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৮:২৬ পিএম
নবীনদের বরণ করে নিলো কুবি শাখা ছাত্রশিবির

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রিসোর্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর লালমাই থিয়েটার ও সিন্দাবাদ শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে। এরপর নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। পরবর্তী সময়ে উপস্থিত বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামনের দিনগুলোতে চলার ক্ষেত্রে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতা অর্জনের ৫৩ বছর হয়েছে, কিন্তু তাও আমরা আজ পর্যন্ত অর্থনৈতিকভাবে যথাযথ উন্নত হতে পারিনি। এর কারণ হিসেবে অন্যতম হলো এই দেশে যখনই কেউ নেতৃত্ব দিতে এসেছে, সে নিজের প্রতিপত্তির কথা ভেবেছে, জাতির কথা কিংবা দেশের কথা ভাবেনি। যার ফলে দেশের সকল সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের টাকা গুটিকয়েক মানুষের কাছে কুক্ষিগত থাকার ফলে উন্নয়ন আর সম্ভব হয়নি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমি বলবো না তোমরা ছাত্রশিবিরে আসো কিংবা সবাই শিবির করো। তবে আমার আহ্বান থাকবে, তোমরা শিবির সম্পর্কে জানো। শিবির সম্পর্কে জানতে হবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এসে আমার প্রাইমারিলি যেটা মনে পরছে সেটা হলো, এরাই তারা, যারা ২৪-এর আন্দোলনের প্রথম পুলিশি হামলার শিকার হয়েছিল। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম সেই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলো। প্রতিরোধ করে সেদিনও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলো। সেই জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই নবীন শিক্ষার্থীদের সামনে কথা বলতে পারা আমার জন্য সৌভাগ্যের।’

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল- বিশেষ অতিথি কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নোমান হোসাইন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইমরান আল-হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।

এসএস

Link copied!