থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিতুমীর কলেজের ড. মো: মাকসুদুল হক

  • তিতুমীর কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:২৪ পিএম
থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিতুমীর কলেজের ড. মো: মাকসুদুল হক

ঢাকা: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর-গুলশান মাধ্যমিক শিক্ষা থানা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাকসুদুল হক 

বুধবার (৪ ডিসেম্বর) গুলশান থানা মাধ্যমিক শিক্ষক অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ মহানগর গুলশান থানা শিক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ অমিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।  

তার এমন কৃতিত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উল্লাস দেখা দেয়।

 

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাকসুদুল হক বলেন, শিক্ষা সপ্তাহ একটি প্রতিযোগিতামূলক বিষয়, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়েই অংশগ্রহণ করে। আমি ছাত্রজীবন থেকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছি উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছি। 

আমি শ্রেণি শিক্ষক হিসেবে ২০২৩ এবং ২০২৪ সালে দুইবার থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস, যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণের মাধ্যমে জীবনে উৎকর্ষ আনা সম্ভব। আমি মনে করি, যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে তার পেশায় কাজ করে, তাহলে সে অবশ্যই তার কাজের স্বীকৃতি বা পুরস্কার পাবে। 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, যারা সারাদেশে পুরস্কার এবং সনদপত্র পেয়েছেন।

এসএস

Link copied!