ঢাকা: রাজধানী মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে মনোনিত হয়েছেন পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান টিপু সুলতান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত কমিটিতে ইমাম হোসেন আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
টিপু সুলতান ২০১৪/১৫ বর্ষের শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাষ্টার্সে অধ্যায়নরত। তিনি পাবনা জেলায় সুজানগর উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসি ও হাবিবুর রহমান ডিগ্রী কলেজ হতে এইসএসসি পাস করেন।
কলেজে উচ্চ মাধ্যমিক পড়াকালীন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর তিতুমীর কলেজে ভর্তি হয়ে সেখানেও সক্রিয় রাজনীতি করেন। তিনি আরিফুর-ইমাম কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
২৮শে অক্টোবরের আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। এছাড়া বিগত সরকারের শাসনামলে কারাভোগও করেন। ২০১৮ সালের ২৯শে ডিসেম্বর গ্রেফতার হয়ে ৪৪ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন। বিভিন্ন সময়ে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও হয়েছেন এই ছাত্রনেতা। জুলাই-২৪ আন্দোলনে কাজীপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর সোনালীনিউজকে টিপু সুলতান জানান, তিতুমীর কলেজ আমার প্রাণের স্পন্দন। ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলের পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এছাড়াও দল ও জাতির প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকা রাখব ইনশাআল্লাহ।
এআর
আপনার মতামত লিখুন :