ঢাকা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১.০০টায় জুম লিংক-এর মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শরীফ এনামুল কবির, প্রাক্তন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাক্তন সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। শেখ কবির হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উক্ত সভায় সভাপতিত্ব করেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগের স্মৃতিচারণ করতে গিয়ে ড. শরীফ এনামুল কবির বলেন ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় যখন সুনিশ্চিত তখন পাকিস্থানি হানাদার বাহিনী তাদের এদেশীয় মিত্রদের সহায়তায় জাতিকে মেধাশুন্য করার জন্য এক ঘৃন্য খেলায় মেতে উঠে। তা’ সত্বেও মুক্তিযুক্তের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও জনগণের সহায়তা আজ বাংলাদেশ পৃথিবীর মধ্যে মাথা উচু করে আত্ন প্রকাশ করে আছে। বর্তমান প্রজন্মকে শহীদদের আত্নত্যাগের কথা স্মরণ করে দেশ ও জাতির অগ্রযাত্রায় ভ‚মিকা রাখার জন্য আহবান জানান।
শেখ কবির হোসেন বলেন জাতিকে মেধাশুন্য করার যে ঘৃণ্য খেলায় পাকিস্থানি বাহিনী মেতে উঠেছিল তা সম্ভব হয়েছিল তাদের এদেশীয় মিত্রদের কল্যানে। তারা চেয়েছিল জাতিকে যদি মেধাশুন্য করা যায় তাহলে তারা আমাদের সঙ্গে আবার মিশে যাবে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। তিনি এইসব ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের মুল উৎপাটনের জন্য মরনোত্তর হলেও এসব ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যলয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারী বেনজির আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. এ. মান্নান, এফআইইউ এর অধ্যাপক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা শেষে ১৪ ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :