ঢাকা: সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মুঠফোনে একটি অনলাইনকে একথা জানান মন্ত্রী।
তবে শতভাগ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকার কারণ জানতে চেয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কে বলেছে নাই। সব স্কুলেই শহীদ মিনার আছে।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে সরকারিভাবে কোনো তহবিল বরাদ্দ থাকে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যবস্থা আমরা অন্যভাবে করে দিই।’
অন্যভাবে কী তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে প্রতিমন্ত্রী আবারও বলেন, ‘অন্যভাবে।’ এখন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন জাকির হোসেন।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :