বাজেট ২০২১-২২

নতুন উপবৃত্তি পাবে আরও ৪৮ লক্ষ ২৫ হাজার শিক্ষার্থী

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৫:১০ পিএম
নতুন উপবৃত্তি পাবে আরও ৪৮ লক্ষ ২৫ হাজার শিক্ষার্থী

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন মন্ত্রী।

এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেটে মাধ্যমিক পর্যায়ে ৩৯.২৫ লক্ষ শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭.৫০ লক্ষ ও স্নাতক (পাস)পর্যায়ের ১.৫০ লক্ষ শিক্ষার্থীকে মোট ২ হাজার ১০৯ কোটি ৭৬ লক্ষ উপবৃত্তি প্রদান করা হবে। 

উল্লেখ্য, ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণি থেকে টিউশন ফি মওকুফ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির টিউশন ফি মওকুফ করা হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!