কুবি : স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৩ জুন থেকে চূড়ান্ত পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলোর রুটিন করা ছিলো- সেগুলো অগ্রাধিকার পাবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আর ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট, ভাইবা এসব শিক্ষকরা চাইলে অনলাইনে নিতে পারবেন।
প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :