রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ৫টি রুমে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আটকে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় হলের দ্বিতীয় ব্লকের দোতালার ২১৯ থেকে ২২৩ নম্বর রুমে তালা লাগানোর এ ঘটনা ঘটে।
এসময় কয়েকজন শিক্ষার্থী রুমে মধ্যে অবস্থান করছিলেন বলে জানা গিয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
২২২ নম্বর রুমের ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান জানান, আমি তখন পড়ছিলাম। বাহির থেকে দরজা নাড়ানোর শব্দ হয়। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে। দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম।
এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে হল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। আমরা ইতোমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা তালা দিয়েছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :