দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের কঠোর কর্মসূচির হুমকি 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৮:০০ পিএম
দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের কঠোর কর্মসূচির হুমকি 

ঢাকা : টাইমস্কেল বহাল, ৫০ শতাংশ জ্যেষ্ঠতা নির্ণয় ও সিনিয়র শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

মঙ্গলভার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার শিক্ষক এ মহাসমাবেশে অংশ নেন।

এসময় শিক্ষক নেতারা বলেন, দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করলেও যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়নি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই সারাদেশ থেকে শিক্ষকরা একসঙ্গে হয়ে এই মহাসমাবেশে যোগ দিয়েছেন।

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের তিন দাবির মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টাইম স্কেল বহাল রাখা, জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করা।

সমাবেশে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের চাকরিজীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শিক্ষকদের টাইমস্কেল কাটা ও জ্যেষ্ঠতার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসুক।

মহাজোটের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বাচ্চু বলেন, আমাদের মহাসমাবেশের মূল উদ্দেশ্য তিনটি দাবি বাস্তবায়ন করা। সরকার দাবিগুলো মেনে নিলেই আমরা ঘরে ফিরবো। আমরা সুস্থভাবে ঘরে ফিরে যেতে চাই।

২০১৩ সালে বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে সরকার। এরপর থেকেই সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন শিক্ষকরা। কিন্তু বিপত্তি বাধে আট বছর পর। 

সর্বশেষ ২০২০ সালে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। সেখানে টাইমস্কেল বাতিল করতে বলা হয়।

সোনালীনিউজ/এমটিআই
 

Link copied!