প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৪:১০ পিএম
প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, ‘ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার।  প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না।  এবিষয়টি আমরা গুরুত্ব দেব।’   

তিনি বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেনা, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমটিআই

Link copied!