ঢাকা: তিতুমীর কলেজে বর্তমানে কোনো সমন্বয়ক প্যানেল নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেছেন, শুধুমাত্র কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেলে যাদের নাম রয়েছে তারাই সমন্বয়ক।
শুক্রবার বিকালে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে তিনি এসব কথা জানান।
তিতুমীর কলেজে সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে আবু বাকের বলেন, কেউ সমন্বয়ক দাবি করে কোনো অপকর্ম করে তার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবে না।
এছাড়া সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তিতুমীর কলেজের শিক্ষার্থী নিরব হাসান সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিসেবে রয়েছেন।
এছাড়া তিতুমীর কলেজে আর কোনো সমন্বয়ক নেই বলেও নিশ্চিত করেছেন একাধিক কেন্দ্রীয় সমন্বয়ক। সম্প্রতি, ক্যাম্পাসে ঘটে যাওয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এআর
আপনার মতামত লিখুন :