ফরম পূরণের ফি বৃদ্ধির বিষয়ে যা বললেন তিতুমীর কলেজ অধ্যক্ষ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:৫৪ পিএম
ফরম পূরণের ফি বৃদ্ধির বিষয়ে যা বললেন তিতুমীর কলেজ অধ্যক্ষ

ঢাকা: সম্প্রতি রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেখানে অন্যান্য কলেজের তুলনায় তিতুমীর কলেজে ফি বৃদ্ধির কারণে অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এর পরপরই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই বিজ্ঞপ্তি স্থগিত করে কলেজ প্রশাসন।

রোববার (২২ সেপ্টেম্বর) ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সাথে এ বিষয়ে কথা বলেন।

তিতুমীর কলেজ অধ্যক্ষ জানান, আমরা ইতিমধ্যে এ বিষয় নিয়ে কাজ করছি। পূর্বের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি ২২ তারিখের পরিবর্তে ২৫ তারিখ থেকে শুরু হবে। যৌক্তিক ফি নির্ধারণ নিয়ে আমাদের কমিটি কাজ করে যাচ্ছেন। কোন খাতে কতটুকু যৌক্তিকতা অনুযায়ী ফি নির্ধারণ করা হবে সেটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, দ্রুত সময়ে নতুন বিজ্ঞপ্তিতে তিতুমীরের শিক্ষার্থীরা যৌক্তিকতা অনুযায়ী কি কি সুযোগ-সুবিধা পাবে সেগুলো পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

আইএ

Link copied!