তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিতুমীর কলেজে মানববন্ধন

  • তিতুমীর কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৩:০১ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিতুমীর কলেজে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

ঢাকা: আগ্রসী তিস্তার ভাঙ্গন, বন্যা এবং বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবি এবং টেকসই সমাধানকল্পে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১১ টার সময়ে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণের সভাপতি রেজাউল ইসলাম বলেন, তিস্তা পাড়ের জেলা গুলোতে বছরে দুইবার বন্যা হয়। এইসময়ে বাড়ি-ঘড় এবং ফসলি জমি প্লাবিত হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত তার নিজের সুবিধার জন্য পানি ধরে রাখে যার ফলে আমরা খরার মধ্যে থাকি আবার বর্ষাকালে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যার পানিতে ভাসিয়ে রাখে।

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের প্রতিনিধি নাহিদ বলেন, উত্তর অঞ্চলে যে বন্যা হয় সেটা রাজনৈতিক বন্যা। ভারত নিজেরা ভালো থাকার জন্য নদীর উপরে তিনটি বাঁধ নির্মাণ করেছে। বর্ষাকালে বাঁধ গুলো ছেড়ে দিয়ে উত্তর অঞ্চলের জেলা গুলোকে ডুবিয়ে রাখে তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের স্থায়ী সমাধান দেওয়া হোক।

এসআই

Link copied!