তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:৩৭ পিএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি

ঢাকা: সরকারী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজের প্রধান ফটক থেকে শুরু করে ওয়ারলেস, আমতলী প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে র‍্যালি শেষ হয়।

এরপর ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন৷ শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি অনেক দিনের। এ দাবি সকল শিক্ষার্থীদের। তিতুমীরের সকল অবকাঠামোগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিতুমীর কেন বিশ্ববিদ্যালয় হবে না? এ প্রশ্ন সকল সাধারণ শিক্ষার্থীদের।
 
সবশেষে শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রপতির সচিব বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষরের কাগজপত্র জমা দেন৷

এআর

Link copied!