এইচএসসি ফলাফল ভালো হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালো কলেজ কর্তৃপক্ষ

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৮:৪৬ পিএম
এইচএসসি ফলাফল ভালো হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালো কলেজ কর্তৃপক্ষ

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষ মিষ্টিমুখ করিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২০ অক্টোবর) সকালে মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান।

এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা বক্তব্য দেন অতিথিরা। আগামীতে আরও ভালো ফলাফল করায় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।

এসময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদ সহ অনেকে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় হাকিমপুর মহিলা কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১১৬ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী। এই কলেজের পাশের হার ৮১.৬৯।

এসএস

Link copied!