রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:২৮ পিএম
রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা

রংপুর: রংপুর মেডিকেল কলেজের (রমেক) বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগ দাবীতে বিক্ষোভ করেছে।এসময় বিক্ষোভ শেষে তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বন্ধ করে দেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল এগারোটার দিকে রমেক ক্যাম্পাসে প্রশাসনিক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা।

এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল, আলফাদ আল আদিলুর জামান, অধ্যাপক ড: মো. মাহমুদুল হক সরকার, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ড: শাহনাজ নাসরুল্লাহ, রংপুর মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী সামির হাসান খান অমি প্রমূখ।

বিক্ষোভ শেষে বক্তারা বলেন ,‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বিকৃতির অপচেষ্টাকারী, স্বৈরাচারের দোসর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাকারী ডা মাহফুজার রহমানকে আমরা অধ্যক্ষ হিসাবে মানিনা। আমরা এই ক্যাম্পাসে স্বৈরাচারের দোসরকে কোনভাবেই অধ্যক্ষ হিসেবে মেনে নেব না।যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত অধ্যক্ষ ডা মাহফুজার রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন। আমি আমার জীবনে কখনো রাজনীতি করিনি। যদি আমার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেন তাহলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করব। এখন যা কিছু হচ্ছে সবই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে।এই অভিযোগগুলোর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।’

ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষ করে বিক্ষোভকারী চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে কর্মসূচি শেষ করেন।

এসএস

Link copied!