৩২ বছর পর হচ্ছে জাকসু নির্বাচন, রূপরেখা ঘোষণা

  • জাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:৪৮ পিএম
৩২ বছর পর হচ্ছে জাকসু নির্বাচন, রূপরেখা ঘোষণা

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, আগামীকাল ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ১ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, জাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আটবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এমটিআই
 

Link copied!