বাড্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন 

  • সংবাদ বিজ্ঞপ্তি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৩৯ পিএম
বাড্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন 

সাভার: বাড্স স্কুল অ্যান্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় সাভার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড্স স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

বাড্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাসুদুর রহমানের পরিচালনায় ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার ও ২২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২৩ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক, হাবিব হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও স্বনীর্ভর ধানসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আলী জিন্নাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের ট্রেজারার অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. মোহাম্মদ আলী। 

আরও ছিলেন-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান, ফেডারেশন অফ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন সাভার এর ভারপ্রাপ্ত মহাসচিব এস এম নাসির উদ্দীন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলমাস হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নজরুল ইসলাম মন্ডল। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে পুরো স্কুলের নিজস্ব ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় শরীর চর্চা, ডিসপ্লে, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, লম্বা ও উচ্চ লাফ, দড়ি লাফ, বাজনা থামলে আসন কোথায়, যেমন খুশি তেমন সাজ, হামদ নাত কবিতা আবৃত্তি কেরাতসহ বিভিন্ন ইভেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে।
 
পুরস্কার ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাসুদুর রহমান এবং প্রতিযোগীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মুহাম্মদ আলী জিন্নাহ। 

অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন - ভাইস-প্রিন্সিপাল মাওলানা জহির আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মরিয়ম খাতুন অনি, প্রতিষ্ঠানের প্রাইমারী শাখার প্রধান শফিকুল ইসলাম লিটন, প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, ইমরান মোল্লা, জহুরুল ইসলাম, ইফাত জাহান ঈশিতা, মানিক মিয়া, ওবাইদুল হক সাদ্দাম, রেখা খাতুন, মাসুদ রানা, ইসফাত জাহান, মাওলানা আব্দুল কাদের রুহানী, কানিস মেহেরুন্নেছা, আমির হামজা, সানজিদা আক্তার রিয়া, ফারজানা আক্তার, সানজিদা জেবিন রিমি, সাব্বির হোসাইন ও তানজিলা আক্তার সহ-প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষ।

আইএ

Link copied!